রায়গঞ্জ:-করোনা অতিমারির কারণে গত বছর থেকেই আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে মৃৎশিল্পীরা।হাতে আর কয়েকদিন তার পড়েই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। করোনা এখনো পুরপুরি ভাবে নির্মূল হয়নি।কিন্তু আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।সেই কারণে এখোন বিভিন্ন পূজা কমেটির গুলি পূজোর প্রস্তুতি চলছে।সেই মতাবেক দেবী মৃন্ময়ী গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা।করোনা অতিমারির কারণে চরম ক্ষতির মধ্যে পড়েছে মৃৎশিল্পীরা।এই পরিস্থিতিতে শিল্পীদের পাশে দাড়িছে রাজ্য সরকার।সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোর টুলি এলাকায় পরিদর্শনে যান জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিক সুনীল সরকার সাথে ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিক রানা দেবদাস।শিল্পীদের উৎসাহতা প্রদানে নানান সমস্যার সম্পর্কে অবগত হওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা কিভাবে মৃৎ শিল্লীরা পাবেন সেই সব বিষয়ে কথা বলেন শিল্পোদের সাথে।সরকারি আধিকারিকদের এই উদ্যোগে খুশি রায়গঞ্জের মৃৎশিল্পীরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর করোনা অতিমারির কারণে গত বছর থেকেই আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে মৃৎশিল্পীরা।