মালদা:- বাড়ি থেকে হাটে আসার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে অজ্ঞাত পরিচয় লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত বামন গোলা মোড় এলাকায় গাজোল পাকুয়া পূর্ত সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। লরির ধাক্কায় গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার তার দেহ হাসপাতাল মর্গে রাখা হলেও এদিন তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম ওতুল রায় (৫১)। বাড়ি গাজোল থানার মাঝরা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাদনাগারা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে গাজোল হাটে আসার উদ্দেশ্যে আসছিলেন। বামনগোলা মোড়ের শিক্ষক পল্লী সংলগ্ন এলাকায় পাকুয়া থেকে গাজোল গামী একটি লরি পিছন থেকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে ঘটনা বেগতিক দেখে চম্পট দেয় এই গাড়িটি। খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোলের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অফিসার মনসুর আলী সহ গাজোল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত্যু হয় তার। এরপর মৃত ওই ব্যক্তির দেহ হাসপাতাল মর্গে রাখা হয়। এদিন বিভিন্ন আইনি প্রক্রিয়ার পর মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে ঘাতক লরি টির খোঁজে তল্লাশি চালানো সহ ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারসহ এলাকাজুড়ে।