রায়গঞ্জ:-বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর করা এবং বাধা দিতে গেলে বাড়ির মালিক বয়স্কা মহিলাকে ভারী বস্তু দিয়ে আঘাত করল এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। চিত্রা চট্টোপাধ্যায় নামের ওই বয়স্কা মহিলাকে আক্রমণের ঘটনা সিসিটিভি ফুটেজের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়েই আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় তৃনমূল কাউন্সিলর। রায়গঞ্জ থানায় ঘটনার সাথে জড়িত যুবক রামু সাহা সহ একাধিক নামে লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত মহিলার ছেলে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
শুক্রবার ভোরে রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বন্দর আদী কালীবাড়িতে এলাকারই রামু সাহা নামের এক যুবক দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। ওই বাড়ির মালিক অশীতিপর বৃদ্ধা চিত্রা চট্টোপাধ্যায় গেট খুলতেই ওই দুস্কৃতী একটি ভারী অস্ত্র নিয়ে প্রথমেই বাড়িতে থাকা একটি প্রাইভেট গাড়িতে ভাঙচুর চালাতে থাকে। চিত্রা দেবী বাধা দিতে গেলে তাঁকেও লোহার বস্তু দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চিত্রাদেবী। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত চিত্রাদেবীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রামু সাহা সহ তার বাড়ির লোকেরা। এই ঘটনার পরই আক্রান্তের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় তৃনমূল কাউন্সিলর তথা জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সাহা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।