কোচবিহার,২৪ সেপ্টেম্বরঃ মূলত ৫ দফা দাবি নিয়ে শুক্রবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা দিলেন ভারতের ছাত্র ফেডারেশন খাগড়া বাড়ি অঞ্চল কমিটি। তাদের মূল দাবি সমূহ কোচবিহারে সংস্কৃত কলেজে পঠন পাঠন সহ আর্ট কলেজ স্থাপন করতে হবে। ভেটনারি কলেজ স্থাপনের পাশাপাশি কোচবিহার মনীন্দ্র নাথ হাই স্কুলে বানিজ্য বিভাগ চালু করতে হবে।
ভারতের ছাত্র ফেডারেশনের খাগড়া বাড়ি অঞ্চল কমিটির সম্পাদক প্রকাশ সরকার জানান, এই আন্দোলন দীর্ঘ দিনের। আজ আমরা ৫ দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা দিলাম। আমাদের দাবি না মানা হলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামব।