তুকতাক এ সম্পর্কে জড়িয়ে বুনিয়াদপুরে স্বামীকে খুন করল স্ত্রী

0
687

তুকতাক এ সম্পর্কে জড়িয়ে বুনিয়াদপুরে স্বামীকে খুন করল স্ত্রী, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা-শোরগোল এলাকাজুড়ে

শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর, 25 শে সেপ্টেম্বর ,দক্ষিণ দিনাজপুর:————-তুকতাকের কাজে যুক্ত হয়ে ভিন রাজ্যের যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুন করলো স্ত্রী বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ক্ষুব্ধ এলাকাবাসীরা।চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের চেরাগিপারা গ্রামে।শনিবার সাত সকালে বাড়িতেও গলায় তার পচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। এলাকাবাসী ও মৃতের আত্মীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মৃতের স্ত্রী অবশ্য ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করে যার সঙ্গে তার সম্পর্ক তিনি এমন কাজ করেছেন বলে দাবি করেছেন।

পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নিচ্ছে।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অনুপ সরকার(৪০)বাড়ি এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের চেরাগী পারা গ্রামে।শনিবার সকালে গ্রামবাসীরা গলায় ইলেকট্রিক তার দিয়ে জড়ানো অবস্থায় অনুপ সরকারকে দেখতে পায়।যার পরেই ঘটনার স্থল উত্তপ্ত হয়ে পড়ে।ঘটনায় মৃত অনুপের স্ত্রী কাঞ্চনা সরকারকে এলাকাবাসীরা গনধোলাই দিয়ে পুলিশে দিল গ্রামবাসীরা। মৃতের স্ত্রী বহুদিন ধরেই তুকতাক এর কাজ করার মাধ্যমে পরকীয়ার মত সম্পর্কে জড়িয়ে পড়েন ভিন রাজ্যের এক যুবকের সঙ্গে। যার ফলে ওই যুবককে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে এমন ঘটনা ঘটতে পাড়ে তার স্ত্রী বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।বর্তমানে মৃতদেহ ঘটনার স্থল থেকে উদ্ধার করে বংশীহারী থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীরা এমন বিষয়টি দেখতে পেয়ে মৃতের স্ত্রীকে ব্যাপক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ঘটনায় মৃতের স্ত্রীও যার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছে তারা মিলেই এমন খুনের ঘটনা করেছে বলে তারা অভিযোগ করেন।

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই আমরা।  মৃতের বাবাও এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্ত দাবি করেছে যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে সেই তার স্বামীকে খুন করে পালিয়ে গেছে।এই ঘটনায় সে কোন ভাবে জড়িত নয়।  বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সেখানে আসা হয়েছে। এর সঙ্গে কি বিষয় জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্ত্রীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here