এলাকা দখল কে কেন্দ্র করে তৃনমূল কংগ্রেস দুই গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত তুফানগঞ্জ বিধানসভা দেওচরাই গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপুর এলাকা ।

0
334

কোচবিহার:- এলাকা দখল কে কেন্দ্র করে তৃনমূল কংগ্রেস দুই গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত তুফানগঞ্জ বিধানসভা দেওচরাই গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপুর এলাকা ।আহত প্রায় 20জনের উপর ।আহতদের মধ্যে বেশির ভাগ তুফানগঞ্জ মহকুমার এবং কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর অনুগামীদের মধ্যে এই গোষ্ঠী কোন্দল । রবিবার সকালে ওই এলাকায় রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠী পরিচিত মজিবুর রহমান এবং পার্থ প্রতিম রায় অনুগামী ফারুক মন্ডলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ফারুক মন্ডলের বেশ কিছু অনুগামীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী মুজিবুর রহমানের লোকেরা ফারুক মন্ডলের লোকদের ব্যাপক মারধর করে। অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদি ওই গোষ্ঠী কোন্দল ইতিমধ্যে কটাক্ষ বিজেপি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here