শিলিগুড়ি:-গত শুক্রবার রাত্রে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ক্যানেল রোডের পূর্ব ধনতলার একটি পানশালায় বেশ কিছু যুবক-যুবতি মদ্যপান করতে যান।সেখানেই পানশালার কর্মিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পরে পানশালায় আসা মদ্যপ যুবক-যুবতীরা।পরবর্তিতে হাতাহাতির পর্যায়ে পৌঁছালে ধারালো কিছু দিয়ে পানশালার কর্মিদের উপর আক্রমন চালায় তারা।ঘটনায় আহত ৪ জনকে হসপিটালে নিয়ে গেলে একজনের অবস্থা গুরুতর,বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা করা পর ছেড়ে দেওয়া হয়।ঘটনার পরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল সত্যজিৎ রায়,শুভম পাল,শুভজিৎ পাল,দেবজ্যেতি রায়,সুরজিৎ চন্দ্র,এই পাঁচজনকে গ্রেপ্তার করে।বাকি তিন যুবতী সহ অন্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Home বাংলা উত্তর বাংলা গত শুক্রবার রাত্রে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ক্যানেল রোডের পূর্ব ধনতলার একটি...