শিলিগুড়ি:-ডোবা থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মহিপাল এলাকায় ডোবা থেকে প্রচুর পরিমাণ আধার কার্ড উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।এদিন মাছ ধরতে গিয়ে ডোবার ধারে স্তূপীকৃত আধার কার্ড দেখতে পায় স্থানীয়রা।পরে ফাঁসিদেওয়া পুলিশ খবর পেয়ে আধার কার্ড উদ্ধার করে।হঠাৎ কিভাবে এত আধার কার্ড এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Home বাংলা উত্তর বাংলা ডোবা থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মহিপাল এলাকায় ডোবা থেকে...