ভাঙ্গন রোধে ব্যার্থ বিজেপি।বিধান সভা নির্বাচনের আগে তৃনমূল সহ বিভিন্ন দল থেকে নেতা কর্মীদের নিজের দলে টেনে নিয়েছিল বিজেপি।

0
446

শিলিগুড়ি:-ভাঙ্গন রোধে ব্যার্থ বিজেপি।বিধান সভা নির্বাচনের আগে তৃনমূল সহ বিভিন্ন দল থেকে নেতা কর্মীদের নিজের দলে টেনে নিয়েছিল বিজেপি।কিন্তুু ভোট পর্ব মিটতেই ভিন্ন চিত্র দেখা দিয়েছে শহর শিলিগুড়িতে।তৃনমূল থেকে যে সব নেতারা বিজেপি শিবিরে যোগ দিয়েছিল তারাই আবার ফিরে এল তৃনমূলে।দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ও পাথরঘাটা অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় পাথরঘাটায় অনুষ্ঠিত হল মহাযোগদান কর্মসূচি।এই মহা যোগদান কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দিলা শৈব্য।পাথর ঘাটা গ্রামপঞ্চায়েতের দুই বিজেপি সদস্য ভগবান মুন্ডা ও অঞ্জলি বর্মন।এছাড়াও পাথর ঘাটা অঞ্চলের ৩০জন বুথ সভাপতি সহ এই অঞ্চলের বিজেপির প্রায় ৮০০জন কর্মী ও সমর্থক।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা বিজেপির সভাপতি পাপিয়া ঘোষ,শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ও সদস্য রঞ্জন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here