পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬সেপ্টেম্বর— রাজ্য পুলিশে কনস্টেবলের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ২ ভুয়ো পরীক্ষার্থী। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুরে। এদিন রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন আমিনপুর হাই স্কুল থেকে একজন ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে। সূত্রের খবর ধৃত ওই পরীক্ষার্থীর নাম রাধেশ্যাম মন্ডল। মনোজ মন্ডলের হয়ে পরীক্ষা দিচ্ছিল সে। অন্যদিকে কুমারগঞ্জ থানার পুলিশও হরিরাম পন্ডিত নামে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। যিনি বিহারের কাটিহারের বাসিন্দা। যদিও এব্যাপারে জেলা পুলিশের তরফে সাংবাদিকদের সেভাবে কিছু বলতে চাওয়া হয়নি।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে অবশ্য গ্রেপ্তার হওয়া দুই যুবকের পরিচয় বিষয়ে কিছু জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অন্য জনের হয়ে এদিন পরীক্ষা দিতে এসেছিল।