একদিনের বৃষ্টিতে তলিয়ে যাওয়া নদীর বাদ ও হাইড্রেনের অংশ ঘূরে দেখে অতি শিঘ্রই তৈরীর নির্দেশ দেন গৌতম দেব।

0
324

শিলিগুড়ি:-একদিনের বৃষ্টিতে তলিয়ে যাওয়া নদীর বাদ ও হাইড্রেনের অংশ ঘূরে দেখে অতি শিঘ্রই তৈরীর নির্দেশ দেন গৌতম দেব।গত তিন-চারদিন আগে রাতে প্রবল বৃষ্টির ফলে ৪২নম্বর ওর্য়াডের পাল পাড়ার মহানন্দা নদীর বাদ ভেঙে হাইড্রেনের কিছু অংশ ভেঙে যায়।যার ফলে ঐ এলাকায় মহানন্দা নদীর জল ঢুকে যায়।এই খবর পুরনিগমের প্রসাশকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবর কানে যায়।আজ সম্পূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং ইঞ্জিনিয়ারকে অতি শীঘ্রই কাজ করার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here