জলপাইগুড়ি ঃ- বনধকে উপেক্ষা করে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে প্রবেশ করলেন জেলা জর্জ। যদিও সোমবার বনধকে কেন্দ্র করে আদালতের গেটের সামনে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীরা দফায় দফায় বনধের সমর্থনে বিক্ষোভ দেখায়। বনধ সমর্থনকারীদের সঙ্গে আদালতের একাংশ আইনজীবী ও কর্মীদের মধ্যে চলে বচসা। যদিও বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন ছিল আদালতের গেটে। কেন্দ্রীয় সরকারের সর্বনাশা তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল এবং অস্বাভাবিক মৃল্যবৃদ্ধির বিরুদ্ধে সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে এদিন সারা ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল। জলপাইগুড়ি শহরে বনধের মিশ্র সারা পরেছে। পুলিশ জানায়, সকাল এগারোটা পর্যন্ত বনধ সমর্থনকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতির উপর নজরদারি রয়েছে। এদিন আদালতের সামনে কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, নির্মল ঘোষ দস্তিদার, ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায়ব, সংযুক্ত কিষান মোর্চার পক্ষে কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এছাড়া অনেকে।