সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শিলিগুড়ির ঐতিহাসিক টাউন স্টেশনে উদযাপন করা হল দিনটি।

0
403

শিলিগুড়ি:-সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শিলিগুড়ির ঐতিহাসিক টাউন স্টেশনে উদযাপন করা হল দিনটি।প্রদীপ প্রজ্বলন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনীর মধ্য দিয়ে এদিন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে জাকজমকের সাথেই পালন করা হয় পর্যটন দিবস।তবে এদিন ঐতিহাসিক টাউন স্টেশনের জরাজিন্য অবস্থা দেখে রাজ্য ও রেলের সাথে কথা বলে জড়াজিন্য অবস্থাকে কাটাতে প্রস্তাব দেবে গৌতম দেব সে কথাও জানান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here