কুশমন্ডির মালিগাঁও গ্রাম পঞ্চায়েত সোলারের মাধ্যমে পঞ্চায়েতে সমস্ত আলো সংযোগ বজায় রেখে জেলার মধ্যে প্রথম কোন গ্রাম পঞ্চায়েত দৃষ্টান্তমুলক ভুমিকা পালন করেছে

0
379

শীতল চক্রবর্তী কুশমন্ডি ২৮সেপ্টম্বর দক্ষিন দিনাজপুরঃ-অভিনব পদ্ধতিতে সোলারের মাধ্যমে পঞ্চায়েতে সমস্ত আলো সংযোগ বজায়রেখে জেলার মধ্যে প্রথম কোন গ্রাম পঞ্চায়েত দৃষ্টান্তমুলক ভুমিকা পালন করেছে। এক দিকে যেমন ওই পঞ্চায়েতে বিদ্যুৎ এর খরচ বছরে কয়েকলক্ষ টাকা বেঁচে যাচ্ছে, তেমনি সেই টাকা দিয়ে পঞ্চায়েত এলাকার উন্নয়নমুলক কাজও তারা করে যাচ্ছেন বলে পঞ্চায়েত সুত্রে যানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের ডিকুল এলাকায় অবস্থিত মালিগাঁও নামে এই গ্রাম পঞ্চায়েত এমন অভিনব উদ্যাগ নেবার ফলে জেলাতে সারা ফেলে দিয়েছে। পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সচিব, নির্মান সহায়কেরা জানিয়েছেন,পঞ্চায়েতের অর্থ বাঁচিয়ে যদি জনগনের উন্নয়নের খরচে সেই টাকা খরচ করা যায় তার জন্য এমন উদ্যাগ নেওয়া হয়েছে। পঞ্চায়েতের এমন কাজে প্রশংসা করেছেন এলাকাবাসী থেকে গঙ্গারামপুরের মহুকুমা শাসকও।


গত পঞ্চায়েত নির্বাচনে কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসেন যুবক শ্যামল সরকার। প্রধানের চেয়ারে বসার পরেই তৃণমুলের প্রধান শ্যামল সরকার বাকি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে আলোচনা করেন। তিনি পঞ্চায়েতের নির্মান সহায়ক সুদীপ্ত দাস,পঞ্চায়েতের সচিব বাবলু রায়দের পরামর্শে কিভাবে পঞ্চায়েতে কিভাবে খরচ কমিয়ে কিভাবে সেই টাকা এলাকাবাসীদের জন্য উন্নয়নে খরচ করা যায় তাঁর পরিকল্পনা নেন।


পঞ্চায়েত সুত্রে খবর,পঞ্চায়েতের খরচ কমাতে এর পরেই প্রতিমাসে যে পরিমানে বিদ্যুৎ এর বিল আসত তাঁর খরচ কামানোর জন্য উদ্যাগ নেওয়া হয় পঞ্চায়েতের তরফে। এর পরেই সোলার লাইটের মাধ্যমে ২০১৯ সালের দিকে পিবিজি প্রকল্পের ১৪লক্ষ টাকা খরচ করে আলোর সংযোগের ব্যবস্থা করেন। এর পর থেকেই মালিগাঁও পঞ্চায়েতে সমস্ত অফিস থেকে শুরু করে মিটিং হল এমনকি পঞ্চায়েতের সমানেও সোলার লাইনের মাধ্যমে আলো জ্বালিয়ে আসছেন। মালিগাঁও পঞ্চায়েত সুত্রে খবর,এর পরে প্রতিমাসে যেমন বিদ্যুৎ এর খরচ কয়েক হাজার টাকা বেঁচে যাচ্ছে,তেমনি বছরে বেশ কয়েকলক্ষ টাকা পঞ্চায়েতের খরচ কমে যাচ্ছে।


সুত্রে যানা গিয়েছে জেলাতে বর্তমানে ৬৪টি গ্রাম পঞ্চায়েত ও ৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েত এমন প্রকল্প প্রথম চালু করেছেন।

মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক সুদীপ্ত দাস জানিয়েছেন, আমরা চেয়েছি পঞ্চায়েতের খরচ কমিয়ে সেই টাকা উন্নয়নমুলক কাজে লাগাতে। সেই কারণেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাই বাকি পঞ্চায়েতগুলো এমন করুক।


মালিগাঁও গ্রাম পঞ্চায়েত সচিব বাবলু রায় জানিয়েছেন,পঞ্চায়েতে যে বিদ্যুৎ এর খরচ কমিয়ে কিভাবে উন্নয়নের কাজে সেই টাকা খরচ করা যায় তাঁর জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি পঞ্চায়েত এমনটা করলে ভালো হয়।


কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শ্যামল সরকার জানিয়েছেন, আমি সব সময় চেয়েছি পঞ্চায়েত এলাকার মানুষজনদের জন্য উন্নয়নমূলক কাজ করতে। তাই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীদিনেও চেষ্টা করে যাব এমন সব প্রকল্পগুলি নিয়ে কাজ করে যাব।


কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের এমন কাজে খুশি হয়েছেন গঙ্গারামপুরের মহুকুমা শাসক মানবেন্দ্র দেননাথ। তিনি বলেন, এটা খুবই ভালো উদ্যাগ। বাকিদের উৎসাহিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here