নিউ জলপাইগুড়ি স্টেশনে ডাউন রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করল গভমেন্ট রেল পুলিশ।

0
395

শিলিগুড়ি:-নিউ জলপাইগুড়ি স্টেশনে ডাউন রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করল গভমেন্ট রেল পুলিশ।নিউ জলপাইগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশন এর ডাউন রাজধানী এক্সপ্রেস ঢুকতেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রেজাউল নামে তেত্রিশ বছরের এক যুবক প্রায় ৭০০ প্যাকেট বিদেশি সিগারেট নিয়ে যাত্রা করছে।

জিআরপি জানতে পারে ওই সিগারেট গুলি মালয়েশিয়ার এবং কোরিয়ায় তৈরি।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় জিআরপি।দুজনে মিলে যায় সাফল্য প্রায় এক হাজার প্যাকেট বিদেশি সিগারেট সহ গ্রেপ্তার করা হয় রেজাউন নামে ওই যুবককে।অভিযুক্ত উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে রেল পুলিশ।ওই সিগারেট গুলি গৌহাটি থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল।অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here