পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীর শাড়ি দিয়ে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী।

0
790

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর, ২৮সেপ্টম্বর দক্ষিন দিনাজপুরঃ-পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীর শাড়ি দিয়ে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পল্লীতে।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম অজয় বর্মন বয়েস 27, বাড়ি বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত 8 নাম্বার ওয়ার্ড রামকৃষ্ণ পল্লীতে। সোমবার রাত্রিতে কাজ করে এসে নিজের ঘরের মধ্যে তার স্ত্রীর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অজয় বর্মন।

পরিবার সূত্রে জানা যায় বিশ্বকর্মা পূজার পরের দিন স্বামী-স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে স্ত্রী বাড়ির লোকজন স্ত্রীকে নিয়ে চলে যায়। পরিবারের লোকজনদের অভিযোগ সেই অশান্তির জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অজয় বর্মন।

এ বিষয়ে মৃত ব্যক্তির দাদা অনুপ বর্মন ও এলাকাবাসী কোমল বর্মন জানিয়েছেন বিশ্বকর্মা পূজার পরের দিন অজয় বর্মন ও তার স্ত্রী ঝামেলা হয়। তারপরে স্ত্রীর বাড়ির লোকজন তার স্ত্রীকে নিয়ে চলে যায়। স্বামী ফোন করলেও ফোন ধরে না স্ত্রী। এই পারিবারিক অশান্তির জেরে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করছে।
এরকম মর্মান্তিক ঘটনার জেরে চরম শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here