গঙ্গারামপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে,অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ ধর্ষিতার পরিবারের।

0
522

শীতল চক্রবর্তী ৩০ সেপ্টেম্বর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর:-এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নওদাপাড়া গ্রামের।

শিশু কন্যার বাবা মায়ের অভিযোগ,গত ১৬ই সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী যুবক উদয় মালী তাদের বছর দশের শিশু কন্যাকে মোবাইলে কাটুন দেখানোর নাম করে ঘরে নিয়ে গিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখায় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত উদয় মালী তাদের শিশুকন্যাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ।ঘটনা জানাজানি হলে প্রাণে মারারও হুমকি দেন অভিযুক্ত বলেও অভিযোগ নাবালিকার পরিবারের।পুরো বিষয়টি নিয়ে গত ২০ই সেপ্টেম্বরপুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় শিশুকন্যার মা ও বাবা।গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করলেও বর্তমানে এখন পযন্ত কোনো হেলদোল দেখা যায়নি পুলিশ প্রশাসনের বলেও অভিযোগ পরিবারের।   

ওই শিশুকন্যার বাবা ও মায়ের অভিযোগ ,পুলিশ ঘটনার তদন্তে নেমে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।নাহলে আন্দোলনে নামা হবে। 

এলাকার দুই প্রতিবেশী অভিযোগ করে বলেন, এই ঘটনায় যেই যুক্ত হয়ে থাকুক না কেন পুলিশ তাদের গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবস্থা করুন। 

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন,পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here