গান্ধী জয়ন্তীতে আইনি পরিষেবা নিয়ে বিশেষ শিবির চাঁচল মহকুমা আদালতে

0
302

চাঁচল:০২ অক্টোবর

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে বিশেষ আইনি পরিষেবা শিবিরের আয়োজন করল চাঁচল মহকুমা বিনামূল‍্যের আইনি পরিষেবা বিভাগ।
শনিবার চাঁচল মহকুমা আদালত প্রাঙ্গনে ওই শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক তথা চাঁচল মহকুমা আইনি পরিষেবার চেয়ারম্যান জয়প্রকাশ সিংহ,অতিরিক্ত ও প্রধান বিচারক ম‍্যাজিস্ট্রেট তাসি চেতন শেরপা্ সহ অন‍্যান‍্য বিচারকেরা।
এদিন তারা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল‍্যদান ও পুস্পার্ঘ‍্য অর্পণের মধ‍্যে অনুষ্ঠানের সূচনা করেন।পরে বিনামুল্যে আইনি পরিষেবা বিষয় নিয়ে সচেতনতা বার্তা প্রেরণ করা হয় জন সম্মুখে।প্রয়োজনে মহিলারা যাতে আদালতের দারস্থ হতে পারে।ও দুস্থ মানুষদের পাশে সবসময়ই তারা রয়েছে বলে দাবি করেছেন।পণের দাবিতে বধূ খুন,বধূ নির্যাতন ও অন‍্যান‍্য মামলা বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া হচ্ছে।পাশাপাশি আইন মোতাবেক মহিলাদের ন‍্যায‍্য বিচার পাইয়ে দেওয়া হবে বলে জানান।

মূলত,চাঁচল মহকুমা এলাকায় বছরের বেশিরভাগটা সময় বধূ নির্যাতন,পনের দাবিতে খুন,পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী বধূ একাধিক ঘটনার খবর সংবাদ মাধ‍্যমে উঠে আসছে। এমনকি শনিবারও পণের দাবিতে চাঁচল থানার ধানগাড়া জিপির বালুয়াঘাটে এক বধূকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।তবে চাঁচল মহকুমা আইনি পরিষেবার চেয়ারম্যান জয়প্রকাশ সিংহ দাবি করেন,আমরা সবসময় ন‍্যায‍্য বিচার পাইয়ে দিই।আমরা সবসময়ই মানুষের পাশে থাকছি।এবং বিনামূল‍্যে আইনি পরিষেবা প্রদান করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here