উত্তর দিনাজপুর:-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ভবনাপুর গ্রামের আবু বক্কর নামে এক ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে নয়টি নম্বর বিহীন মোটরবাইক উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরো জানা গেছে, শুক্রবার করনদিঘি থানার পুলিশ এক কফ সিরাফ পাচার করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছিল করনদিঘি থানার পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছিল। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মোটরবাইক চুরি চক্রের সন্ধান পায়।
ধৃতদের মধ্যে রায়গঞ্জ থানার ভাটোল,বিন্দোলের দুস্কৃতিরাও আছেন। পুলিশ জানিয়েছেন, মালদার কালিয়াচকের বেশ কয়েকজন দুস্কৃতি আছেন। পুলিশের হাতে দুস্কৃতিদের নাম এসেছে। করণদিঘী, রসাখোয়া, সহ করণদিঘী বিভিন্ন এলাকায় তাদের খোঁজে তল্লাশী চালাচ্ছে করনদিঘি থানার পুলিশ।