এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে।রবিবার শ্বশুরবাড়িতে ফাঁস লাগানো অবস্থায় সরস্বতী বর্মন (২০)নামে ঐ গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়।

0
648

রায়গঞ্জ:-এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে।রবিবার শ্বশুরবাড়িতে ফাঁস লাগানো অবস্থায় সরস্বতী বর্মন (২০)নামে ঐ গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়।গহবধূর বাড়ির লোকের অভিযোগ প্রায় ছয় মাস আগে রায়গঞ্জের বরুয়া ১২ নং গ্রামপঞ্চায়েতের মালঞ্চার বাসিন্দা সরস্বতী বর্মন সাথে রায়গঞ্জ থানার শেরপুরের শিবপুরের বাসিন্দা ভবানন্দ বর্মনের বিয়ে হয়।এরপর প্রায়ই পণের দাবি নিয়ে অত্যাচার চালাতো সরস্বতীর বাড়ির লোক।আজ এই সরস্বতী মৃতদেহ উদ্ধার হয়।এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here