পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ অক্টোবর––– খেলার ছলে গলায় গামছা জড়িয়ে ফাঁস লেগে মৃত্যু হল এক শিশু কন্যার । একমাত্র শিশু কন্যাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে মৃতের পরিবার । চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাটের চক্ভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা এলাকার। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুকন্যার নাম প্রিয়াঙ্কা ঘোষ (৫) । ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বালুরঘাটের বাসন্তী বাগান এলাকার বাসিন্দা পীযূষ ঘোষের মেয়ে বছর পাচেকের প্রিয়াঙ্কা ঘোষ । হাউজ ফর অল প্রকল্পের ঘর নির্মান কাজ শুরু হওয়ায় প্রায় দুই মাস ধরে তাঁর মেয়েকে নিয়ে চকভৃগুর ডাকরা এলাকায় বাবার বাড়িতে থাকত স্ত্রী মাম্পি ঘোষ । এদিন সকালে বাড়ির গ্রীল লক করে কাজে বেরিয়ে যায় প্রায় সকলেই। সেই সময় বাড়িতে একাকিই ছিল ছোট্ট প্রিয়াঙ্কা। গামছা নিয়ে খেলবার সময় সকলের অলক্ষ্যেই গলায় ফাস লেগে যায় ওই শিশু কন্যার বলে দাবি পরিবারের। বাড়ি ফিরতেই সকলের নজরে আসে প্রিয়াঙ্কার গলায় গামছা জড়ানোর চিত্র। যা দেখেই আঁতকে ওঠেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
প্রিয়াঙ্কার বাবা পীযূষ ঘোষ বলেন, তাদের বাড়ির কাজ শুরু হওয়ায় মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতেই থাকত । এদিন তিনি দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান । হাসপাতালে গিয়ে মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন ।
মৃত শিশু কন্যার জেঠিমা মৌমিতা সরকার ঘোষ জানিয়েছেন, বাড়িতে কেউ না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছেন । গামছা নিয়ে খেলবার সময় গলায় ফাস লেগেই এমন দুর্ঘটনা ঘটেছে।