পঞ্চায়েতের আয় বাড়াতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে অভিনব উদ্যাগ নিয়েছে কুশমণ্ডি ব্লকের ডিকুলে অবস্থিত মালিগাঁও গ্রাম পঞ্চায়েত

0
426

শীতল চক্রবর্তী কুশমণ্ডি ৩অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-পঞ্চায়েতের আয় বাড়াতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে অভিনব উদ্যাগ নিয়েছে জেলার মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন করা একটি গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের ডিকুলে অবস্থিত মালিগাঁও গ্রাম পঞ্চায়েত সরকারের পিবিএ প্রকল্পে ১৭ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েতের পাশেই মার্কেট তৈরি করে এলাকার ব্যবসায়ীদের টেন্ডারের মাধ্যমে তা লিজ দিয়ে পঞ্চায়েতের আয় বাড়ানোর উদ্যাগ নিয়েছেন। মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক, পঞ্চায়েত সচিব থেকে শুরু করে প্রধান জানিয়েছেন, কিভাবে আরো পঞ্চায়েতের আয় বাড়িয়ে তা দিয়ে বেশি করে এলাকাবাসীদের উন্নয়ন কাজ করা যায় এই কারণেই এমন উদ্যাগ নেওয়া হয়েছে। যা আগামী দিলেও আমরা এমন পরিকল্পনা সব সময় নিয়ে যাব। পঞ্চায়েতের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন, পঞ্চায়েত এলাকার বাসিন্দারা থেকে গঙ্গারামপুরের মহকুমা শাসকও।


পঞ্চায়েত সুত্রে খবর, ইতিমধ্যেই পবিজি প্রকল্পের ১৭লক্ষ টাকা খরচ করে কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে পাশেই একটি মার্কেট তৈরি করার উদ্যাগ নেওয়া হয় বছর খানেক আগে। পঞ্চায়েত সুত্রে খবর, গ্রাম পঞ্চায়েতের আয় বাড়াতে পঞ্চায়েতের নির্মান সহায়ক সুদীপ্ত দাস, পঞ্চায়েতের সচিব বাবলু রায়, মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কম্পিউটার অপেরেটর উদয় শঙ্কর বোস সহ বাকি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পরামর্শে


প্রধান শ্যামল সরকার কিভাবে পঞ্চায়েতে আয় বাড়িয়ে কিভাবে এলাকাবাসীদের জন্য উন্নয়ন মুলক কাজ করা যায় তাঁর পরিকল্পনা নেওয়া হয়। দলের জন্য বিশেষ করে বর্তমানে সরকারের পিবিএ প্রকল্পে পঞ্চায়েতের পাশেই ৮টি রুম তৈরি করে সেখানে মার্কেট তৈরি করা হয়। বেশ কিছুদিন আগে মার্কেটের কাজও শেষ হয়।এর পরেই পঞ্চায়েতের তরফে সেই ঘর গুলি নিয়ম মেনেই লিজ দেওয়া হয় পঞ্চায়েতের তরফে।


সুত্রে যানা গিয়েছে জেলাতে বর্তমানে ৬৪টি গ্রাম পঞ্চায়েত ও ৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন করার জন্য এমন উন্নয়নমুলক পরিকল্পনা বাকি পঞ্চায়েত গুলির কাছে উল্লেখযোগ্য ভুমিকা পালন করব বলেই মনে করছে সকলেই।


গত পঞ্চায়েত নির্বাচনে কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসেন যুবক শ্যামল সরকার। প্রধানের চেয়ারে বসার পরেই তৃণমুলের প্রধান শ্যামল সরকার বাকি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে আলোচনা করেন।তিনি পঞ্চায়েতের নির্মান সহায়ক সুদীপ্ত দাস, পঞ্চায়েতের সচিব বাবলু রায়, মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কম্পিউটার অপেরেটর উদয় শঙ্কর বোস সহ বাকি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পরামর্শে কিভাবে পঞ্চায়েতে সকলের জন্য বিশেষ করে এলাকাবাসীদের উননয়নের জন্য পঞ্চায়েতের আয় কিভাবে বাড়িয়ে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নেওয়া যায় তাঁর কাজ শুরু করেন। এর পরেই মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের ১৭টি গ্রাম সংসদের বেশিরভাগ এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন করার পরিকল্পনা নেন৷


মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক সুদীপ্ত দাস জানিয়েছেন, আমরা চেয়েছি পঞ্চায়েতের আয় বাড়িয়ে কিভাবে এলাকাবাসীদের জন্য উন্নয়ন মূলক কাজ করা যায় তাঁর উদ্যাগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীরাও উপকৃত হবেন।


মালিগাঁও গ্রাম পঞ্চায়েত সচিব বাবলু রায় জানিয়েছেন পঞ্চায়েত সব সময় চেয়েছে কিভাবে পঞ্চায়েতের আয় বাড়িয়ে পঞ্চায়েত এলাকায় উন্নয়ন করা যায়। তাঁর জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। যা আগামীতেও করে যাব।


মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের প্রধান শ্যামল সরকার জানিয়েছেন, আমি সব সময় চেয়েছি পঞ্চায়েত এলাকার মানুষজনদের জন্য উন্নয়নমুলক কাজ করতে। তাই এমন মার্কেট তৈরি করে আয় যেমন বাড়ানো হয়েছে, তেমনি এলাকাবাসীদের জন্য উন্নয়নের কাজ করে যাচ্ছি।


কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের এমন কাজে খুশি হয়েছেন গঙ্গারামপুরের মহুকুমা শাসক মানবেন্দ্র দেননাথ। তিনি বলেন পঞ্চায়েতের আয় বাড়াতে এমন পরিকল্পনা খুব ভালো। সাধুবাদ জানাই পঞ্চায়েতের এমন কাজকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here