বিনামূল্যে আইনি পরামর্শ প্রদানের লক্ষ্যে আইন মেলা অনুষ্ঠিত হল বালুরঘাটে

0
401

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ অক্টোবর–––  সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, সরকারী দপ্তরের বিভিন্ন সুযোগসুবিধা সম্পর্কিত আলোচনা নিয়ে আইন মেলা অনুষ্ঠিত হলো বালুরঘাটে । রবিবার রঘুনাথপুর বি এম হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । নানান ধরনের আইনি সমস্যার সমাধান কিভাবে পাওয়া যায়, তার প্রতিকার সংক্রান্ত আলোচনা হয় এদিনের আইন মেলায় । মূলত সমাজের পিছিয়ে পরা অসংগঠিত শ্রমিক,  মৎসজীবী, বয়স্ক, মহিলা এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের আইনি অধিকার সুনিশ্চিত করতে ও সরকারী বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের মধ্যে তুলে ধরবার জন্যই এদিন এই আইনি মেলার আয়োজন করা হয়। যেখানে  উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ, জেলা বিচারক সুজশা মুখার্জী, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র  প্রমুখ। 


জেলাশাসক আয়েষা রানী এ বলেন সমস্ত মানুষের আইনের অধিকার সুনিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর। বিশেষ করে গরীব মানুষদের দিকটিকে লক্ষ্য রেখেই এধরণের মেলার আয়োজন। জমি সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষের হয়রানি কমাতেও তারা বিশেষ উদ্যোগী হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here