কৃষক হত্যার প্রতিবাদে যোগীর কুশপুতুল দাহ বালুরঘাটে, আন্দোলনে এস ইউ সি আই

0
336

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ অক্টোবর— উত্তরপ্রদেশের লাখিমপুরের ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখালো এস ইউ সি আই। সোমবার দুপুরে দক্ষিন দিনাজপুর জেলা এস ইউ সি আই এর পক্ষ থেকে  বালুরঘাট শহরের মিছিল বের করা হয়। সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জড় হয়। কেন্দ্রীয় মন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এরপরেই এস ইউ সি আই এর পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কুশ পুতুল পুড়িয়ে প্রতিবাদ‌ জানানো হয়।  জেলা এস ইউ সি আই এর জেলা নেত্রী নন্দা সাহা বলেন,  প্রায় ১০ মাস ধরে কালা কৃষি কানুন বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। গাড়ি চালিয়ে ৮ নিরিহ কৃষককে পিষে মেরে ফেলা হয়েছে। তার প্রতিবাদে কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি ওই খুনির উপযুক্ত শাস্তি সহ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে আজ রাজ্য জুড়ে তাদের আন্দোলন।     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here