সিরিঞ্জ সংকটে বালুরঘাট জেলা হাসপাতাল, হয়রানির অভিযোগে ক্ষোভের সঞ্চার সাধারনের মধ্যে

0
384

সিরিঞ্জ সংকটে বালুরঘাট জেলা হাসপাতাল, হয়রানির অভিযোগে ক্ষোভের সঞ্চার সাধারনের মধ্যে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ অক্টোবর— ইনজেকশনের সিরিঞ্জ শূন্য বালুরঘাট জেলা হাসপাতাল। সমস্যায় রোগীর পরিবারের সদস্যরা। বাইরে থেকে টাকার বিনিময়েই কিনতে হচ্ছে সিরিঞ্জ। ঘটনায় ক্ষোভের সঞ্চার সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ উঠেছে আউট ডোরের বেহাল পরিষেবা নিয়েও।      বাংলাদেশ সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপারস্পেশালিটি  হাসপাতালে এমন সমস্যা নতুন নয়। এর আগেও সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। এবারে সিরিঞ্জ সংকটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের গাফিলতিকেই সামনে এনেছেন সকলে। যা নিয়ে চরম হয়রানির মুখে পড়েছেন গ্রাম গ্রামাঞ্চল থেকে আসা মানুষেরা। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি  ও আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী প্রায় সকলকেই টাকার বিনিময়ে এখন কিনতে হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ। আর যাকে ঘিরেই কার্যত ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের।
    হাসপাতালের চিকিৎসা করাতে আসা  সঞ্জীত প্রামাণিক ও মাম্পি মজুমদাররা জানিয়েছেন, সিরিঞ্জ সংকট সকলকে বিপাকে ফেলেছে। হয়রানির পাশাপাশি টাকা দিয়েও কিনতে হচ্ছে এই সিরিঞ্জ। অতিদ্রুত বিষয়টি দেখা দরকার প্রশাসনের
   বালুরঘাট জেলা হাসপাতাল সুপার পার্থ সারথী মন্ডল বলেন, কয়েকদিন এই সমস্যা থাকলেও উদ্ধতন কতৃপক্ষের  হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here