শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৬অক্টোবর দক্ষিণ দিনাজপুরঃ-দেবী পক্ষের সুচনায় দুস্থ মানুষজনদের দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত উপহার দিলেন সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্ট নামে একটি সংস্থা। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের সরস্বতী শিশু মন্দির স্কুলে এমন কর্মসুচীর আয়োজন করা হয়েছে। সেখানে সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্ট নামে একটি সংস্থার সকলেই উপস্থিত ছিলেন। সংস্থার এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্ট এই সংস্থাটির মাধ্যমেই সারা বছর ধরে তাঁরা বিভিন্ন ধরনের সমাজসেবা মুলক কাজ তাঁরা করে যান। গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের সরস্বতী শিশুমন্দির নামে শিক্ষা প্রতিষ্টানটি সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্ট এর মাধ্যমেই পরিচালিত হয়। এই ট্রাস্ট এর মাধ্যমেই সারা বছর যেমন বিগত বন্যার সময় বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে কাজ করে গিয়েছেন তাঁরা। তেমনি কোভিড ১৯এর গত দুবছর ধরে তাঁরা সাধারন মানুষজনদের পাশে দাঁড়িয়ে কাজ করে গিয়েছেন।
দিনরাত্রিতে।এর মধ্যে দুর্গাপুজো চলে আসায় দুস্থ মানুষজনদের মুখে হাসি ফুটানোর জন্য সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্ট পক্ষ থেকে কোভিড বিধি মেনে গঙ্গারামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরস্বতী শিশুমন্দির স্কুলে ১৫০জনের হাতে বস্তু তুলে দেওয়া হয়। যা আগে তাঁরা দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে বিগত দিনে দিয়ে আসতেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের অন্যতম কর্মকর্তা বলরাম দাস, সরস্বতী শিশু মন্দির স্কুলের আচার্য নির্মল ঘোষ, সরস্বতী শিশু মন্দির স্কুলের আচার্য চন্দন দাস,সরস্বতী শিশু মন্দির স্কুল পরিচালন সমিতির অন্যতম সদস্য সুপ্রীয় ঘোষ সহ আরো অনেকেই।
সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের অন্যতম কর্মকর্তা বলরাম দাস জানিয়েছেন, এমন সময়ে মানুষজনদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। আগামী দিনেও চেষ্টা করে যাব এমন কাজ সংস্থার তরফে করার।
সরস্বতী শিশু মন্দির স্কুলের আচার্য নির্মল ঘোষ,ও উত্তম দাসেরা জানিয়েছেন, আমরা শুধু শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের মানুষের মত মানুষ তৈরি করি তা কিন্তু নয়,সকলের পাশে থেকে সব সময় কাজ করে যায় এতেই আমাদের ভালো লাগে।
সরস্বতী শিশু মন্দির স্কুল পরিচালন সমিতির অন্যতম সদস্য সুপ্রীয় ঘোষ জানিয়েছেন ,এমন কাজে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগে। আমি সব এমন এই ধরনের কাজ করে যাবার চেষ্টা করব।
সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের এমন উদ্যাগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।