পাচারের আগে তিনটি গাড়ি সহ একাধিক গরু,মহিষ পুলিশের জালে।গ্রেপ্তার তিন।উত্তরবঙ্গে ফের সক্রিয় গরু পাচারকারী।পাচারের অন্যতম স্থান বর্তমানে শিলিগুড়ি।

0
480

শিলিগুড়ি:-পাচারের আগে তিনটি গাড়ি সহ একাধিক গরু,মহিষ পুলিশের জালে।গ্রেপ্তার তিন।উত্তরবঙ্গে ফের সক্রিয় গরু পাচারকারী।পাচারের অন্যতম স্থান বর্তমানে শিলিগুড়ি।এই শহরকে করিডর করে পাচারকারীরা নানান অসামাজিক কর্মকান্ড ঘটিয়ে চলে।বিশেষ করে বহিঃ রাজ্যে থেকে গরু অবৈধ ভাবে এই শহরের উপর দিয়ে অবাধে অন্য রাজ্যে সহ বাংলাদেশ পাচার হয়।পুলিশ সক্রিয় হওয়ায় মাঝে মধ্যই এমন পাচারকারী পুলিশের জালে ধরা পরলেও বিন্দুমাত্র কমেনি তাদের অবৈধ ব্যাবসার মাত্রা।মঙ্গলবার বিকেলে ফের তিনটি গাড়ি সহ ৬৪টি গরু-মহিষ সহ তিনজনকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে,গোপন সুত্রের ভিত্তিতে খবর আসে যে বিহার থেকে একটি পিকআপ ভ্যান ও দুটি ট্রাকে বেশ কিছু গরু-মহিষ পাচারের উদ্যশ্য আসাম নিয়ে যাচ্ছে পাচারকারীরা।সেই সুত্র ধরে মঙ্গলবার দুপুর থেকে ফুলবাড়ি টোল প্লাজায় ঘাটি গাড়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।বিকেল নাগাদ মেলে সাফল্য।আটক করা হয় একটি পিকআপ ভ্যান যার মধ্য থেকে উদ্ধার হয় ৮ গরু,অন্যদিকে দুটি ট্রাক থেকে উদ্ধার হয় ৫৬টি মহিষ।ঘটনায় গ্রেপ্তার করা হয় বিহারের দুই বাসিন্দা এম ডি মহবুল ও গঙ্গা রায়কে ও উত্তরদিনাজপুরের বাসিন্দা এম ডি মকিমকে।পুলিশ সুত্রে জানাগেছে দির্ঘদিন ধরেই ধৃতরা এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত।এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়।বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here