চাঁচল; ০৮অক্টোবর:-উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে প্রধান ও উপপ্রধানের বিবাদ। পঞ্চায়েত দপ্তরের মধ্যে উপপ্রধানকে হেনস্থার অভিযোগ প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। অসুস্থ উপপ্রধান পিংকি খাতুন চাচোল হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান পপি দাসের পাল্টা অভিযোগ ড্রপবক্স নিয়ে পালানোর চেষ্টা করেন উপ-প্রধানের স্বামী। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মালদার চাচোল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল এর জেরে প্রধান উপপ্রধান এর মধ্যে এই ঘটনা ঘটেছে কটাক্ষ বিজেপির। প্রধান উপপ্রধান কেউ দলের ঊর্ধ্বে নয় প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। চাচোল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত । গতকাল এই গ্রাম পঞ্চায়েতে রাস্তা ,জল ও পথবাতির জন্য প্রায় 33 লক্ষ টাকার টেন্ডার ড্রপিং চলছিল। দুপুর 1 টা পর্যন্ত ছিল ড্রপিং এর সময়। বিকেল তিনটেয় টেন্ডার ওপেন হওয়ার কথা। এরইমধ্যে হুলুস্থুলুস কাণ্ড বেধে যায় পঞ্চায়েত দপ্তরে। মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিংকি খাতুন এর অভিযোগ নিজের কাছের লোকেদের টেন্ডার পাইয়ে দিতে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টেন্ডারবাক্স খোলা রেখেছিলেন পঞ্চায়েত প্রধান। এর প্রতিবাদ করতেই তার উপর হামলা করেন প্রধানের অনুগামীরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পপি দাস। তার অভিযোগ টেন্ডার ড্রপিং বাক্স দিয়ে পালানোর চেষ্টা করছিলেন উপ-প্রধানের স্বামী। এই নিয়ে বিবাদ বাধে। দুপক্ষই লিখিত অভিযোগ না করলেও মৌখিক ভাবে চাচোল থানা ও চাচোল 1 নম্বর ব্লকের বিডিও কে বিষয়টি জানিয়েছেন। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, প্রধান উপপ্রধান এর মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। যার জেরে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিষয়টি দলের নজরে এসেছে। ব্লক নেতৃত্ব কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কেউ দলের ঊর্ধ্বে নয়। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।
Home বাংলা উত্তর বাংলা উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে প্রধান ও উপপ্রধানের বিবাদ। পঞ্চায়েত দপ্তরের মধ্যে উপপ্রধানকে...