জলপাইগুড়ি:- এক বিবাহিত মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার হয়েছে সদর ব্লকের জয়পুর চা বাগানের একটি নালা থেকে। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিন বাগানের শ্রমিকরা বাগানে কাজ করতে গেলে ওই মহিলার মৃতদেহ দেখতে পান। মৃতার মুখের অংশটি রক্তাক্ত অবস্থায় ছিল। পুলিশ জানায়, মৃতার বাড়ি জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।