পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ অক্টোবর— স্টেট ব্যাঙ্কের বালুরঘাট শাখায় আগুন আগুন লেগে বিপত্তি। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকার। আতঙ্কে ব্যাংঙ্ক ছাড়ার হুড়োহুড়ি গ্রাহকদের মধ্যে। ধোয়ায় ব্যাঙ্ক চত্বর ভরে যেতেই শুরু হয় চিৎকার চেচামেচিও। তড়িঘড়ি আগুন নেভানোর কাযে নামেন ব্যাঙ্কের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিনও। কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও তেমন কিছু ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি।
বালুরঘাট দমকল কেন্দ্রের অফিসার নরেন রায় জানিয়েছেন এ.সি থেকে আগুন লেগেছিল। আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে দিয়েছি।