শিলিগুড়ি:-শালুগারা বন দফতরের অভিযানে পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শালুগাড়া বনদফতরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী সংলগ্ন বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় কুড়ি লক্ষ টাকার সেগুন কাঠ।বনদফতর সূত্রে জানা গেছে মহারাষ্ট্রের একটি লোরিতে করে অরুণাচল প্রদেশ থেকে বিহারের উদ্দেশে পাচার করা হচ্ছিল অবৈধ সেগুন কাঠ গুলি।তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।