জলপাইগুড়ি:- এই প্রথম অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হল জলপাইগুড়িতে। জেলার সর্ববৃহৎ দূর্গা প্রতিমাগুলোর মধ্যে জলপাইগুড়ি মুহুরী পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমা অন্যতম। এত বড় মূর্তি নিরঞ্জন ঘাটে নিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার ছিল- একথা অনস্বীকার্য। কিন্তু দমকলের মাধ্যমে এই কাজটি সার্থক করাও সহজ ছিল না বলে পূজা কমিটির সম্পাদক উত্তম বোস বলেন। বিভিন্নভাবে তিনি প্রথমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। দমকল থেকেও ফেরত এসেছেন তিনি। এরপর দমকল মন্ত্রী সুজিত বোসের উদ্যোগে এই অসাধ্য সাধন হয়েছে বলে জানান উত্তম বাবু। মন্ত্রী তার কথা শুনে দশ মিনিটের মধ্যেই দমকলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দমকল বিভাগের সহায়তায় রবিবার মুহুরী পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি দুর্গা প্রতিমাকে জলের সাহায্যে এভাবেই নিরঞ্জন করা হল। এবার ৭০ তম বর্ষে পদার্পণ করেছে মুহুরী পাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির পুজো।
Home বাংলা উত্তর বাংলা এই প্রথম অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হল জলপাইগুড়িতে।