দশমী পূজার মেলাতে বংশীহারী থানার মহাবাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী এলাকায় মেলাতে গিয়ে ফুচকা খেয়ে প্রায় 25জন রশিদপুর হাসপাতালে ভর্তি ,শোরগোল এলাকাজুড়ে

0
837

শীতল চক্রবর্তী 17 অক্টোবর বুনিয়াদপুর  দক্ষিণ দিনাজপুর:-দশমীর দিনে দুর্গা পূজার মেলায়  ফুচকা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন  হলেন একই পরিবারের 4 জন সহ মেলাতে ঘুরতে আসা প্রায় 25 জন বাসিন্দা বলে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী সার্বজনীন দুর্গাপূজার মেলায়।বর্তমানে আক্রন্তরা ভর্তি রয়েছে রশিদপুর ব্লক হাসপাতাগুলো।ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে । বংশীহারী থানার মহাবাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসকারি, কল্যাণীতে কল্যাণী সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিনে বসেছিল বিরাট আকারে মেলা। মেলায় আসে পাশের বেশ কয়েকটি গ্রামের সবাই এই মেলাতে আসে পুজোর আনন্দ নিতে। মেলাতে  বসেছিল বিভিন্ন দোকানের পাশাপাশি ফুচকার দোকানও। 

মেলাতে কৃষ্ণ দেবনাথ এর  দোকানে যারা ফুচকা খেয়েছে তারা শনিবার থেকে প্রায় প্রত্যেকের বমি, পায়খানা, পেট ব্যাথা নিয়ে রশিদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি হয়েছে। বলে আক্রান্তদের অভিযোগ। রবিবার দিনও বেশ কয়েকজন ভর্তি হয়েছেন হাসপাতালে।একই পরিবারের 4 জন সহ ছোট শিশু থেকে শুরু করে 25 জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ্য অবস্থায় বাড়িতেও আছে আরো কযেকজন বলে গ্রামবাসীর জানিয়েছেন। এরা কুসকারি, গোবিন্দপুর, মুরাদপুর, ইলাসপুর, নিখরিপারা, সহাপুকুর গ্রামের বাসিন্দা বলে খবর । 

 এ বিষয়ে ফুচকা খেয়ে অসুস্থ হওয়া এক এলাকাবাসী বর্ণনা দেবনাথ, সুভাষ হাষদা ও বিক্রম সরকারেরা অভিযোগে করে  জানিয়েছেন ,আমরা আমাদের ওখানে কল্যাণীতে মেলা দেখতে গিয়েছিলাম। মেলা থেকে আমরা ফুচকা খবর কিছুক্ষন পরে আমাদের বেশিরভাগজনের বমি, পেট ব্যাথা, পায়খানা হওয়ায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বিষয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতাল এর ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন অসুস্থ রোগীদের থেকে শুনে জানতে পারি মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়েছে সবাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ।প্রত্যেকের  চিকিৎসা চলছে। ব্লকের একটি টিম সেখানে গিয়েছে যা যা লাগছে আমরা দেওয়ার ব্যবস্থা করছি।

এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here