বাবার চিকিৎসার চাঁদা তুলতে গিয়ে নিখোঁজ ব‍্যক্তি,চিন্তার ভাঁজ তিন নাবালক সন্তান সহ গোটা পরিবারে

0
525

চাঁচল:১৭ অক্টোবর:-অর্থাভাবে অসুস্থ বাবা বাড়িতেই শয‍‍্যাসয়ী।টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা।চিকিৎসার খরচ জোগান করতে গ্রামে গ্রামে চাঁদা তোলার উদ্দেশ্য বের হলে আর বাড়ি ফিরেন ছেলে।মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম পঞ্চায়েত রাম নগরের বাসিন্দা হেলাল সেখের(৩৫)খোঁজ না মেলায় উদ্বেগ বেড়েছে গোটা পরিবারে।টানা চব্বিশ ঘন্টা হন‍্য হয়ে তল্লাশি চালিয়ে মেলেনি খোঁজ।অবশেষে স্বামীর খোঁ পেতে রবিবার চাঁচল থানায় মিসিং ডায়েরী করলো স্ত্রী নুরতেজা বিবি।
পরিবার সূত্রে জানা গেছে,গতকাল শনিবার সকালে বাড়ি থেকে অসুস্থ বাবার চিকিৎসার জন‍্য চাঁদা তুলতে গেলে আর বাড়ি ফিরেনি।পরনে ছিল লালা জামা ও জেন্স প‍্যান্ট।তাদের তিন নাবালক সন্তান রয়েছে।পেশায় রাজমিস্ত্রী হেলাল সেখের উপার্জনেই চলত গোটা সংসার।একমাত্র উপার্জনকারীর নিখোঁজ পরিবারে উদ্বেগের পাশাপাশি অনটন শুরু হয়েছে।


নিখোঁজের স্ত্রী নুরতেজা বিবি জানান,বাড়িতে তিন নাবালক সন্তান রয়েছে।গৃহকর্তার খোঁজ না মিললে পরিবারটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে।স্বামীর খোঁজ পেতে চাঁচল থানার দারস্থ হয়েছে।লিখিত অভিযোগ পেয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here