শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 18 ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে পথ অবরোধ করে আন্দোলনে নামল সিপিআইএমের নেতা কর্মীরা। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এর বাসষ্ট্যান্ড এলাকায় ও রেলস্ট্রেশন এ কলকাতা বালুরঘাট গৌড় লিঙ্কট্রেন অবরোধ করে এমন আন্দোলনের নামে দলীয় কর্মী সমর্থকরা।তাদের অভিযোগ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছে দলীয় নেতা কর্মীরা।
বংশীহারী সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক মোসাদ্দেক হোসেন , নেতৃত্বে এদিনে আন্দোলন চলে। সেখানে আরো সিপিআইএম নেতারা উপস্থিত ছিলেন।
এদিন বুনিয়াদপুর রেলইসটেসন এ গৌড় লিংক ট্রেনকে আটক করে বিক্ষোভ দেখানো ও ৮ দফা দাবি নিয়ে রেল স্টেশনে ডেপুটেশন দেন সিপিআইএম ছাত্র-যুব কৃষক সংগঠনের তরফে। দিল্লীতে যে কৃষক বিরোধী আইন আন্দোলন চলছে দশ মাস ধরে সঙ্গে লথিম পুরে মন্ত্রীপুত্রের গাড়ি দিয়ে কৃষকদের পিষে মারার ঘটনায় সিপিএমের এই রেল রোকো অভিযান করছেন বুনিয়াদপুর স্টেশনে।এদের দাবি গুলি হল বুনিয়াদপুর রেলইসটেসন এর দ্বিতীয় প্লাটফর্ম অবিলম্বে করতে হবে।বুনিয়াদপুর রেলস্টেশনে ফুট ওভারব্রিজ করতে হবে।
বুনিয়াদপুর রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে সেড নির্মাণ করতে হবে ও শৌচাগার নির্মাণ করতে হবে।বালুরঘাট হইতে দিল্লি গামী ট্রেন চালু করতে হবে।বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ করতে হবে।
বালুরঘাট হইতে হিলি পর্যন্ত রেলপথ অবিলম্বে সম্প্রসারণ কাজ শুরু করতে হবে।
বুনিয়াদপুরে ওয়াগন কারখানা কাজ অবিলম্বে শুরু করার।
বংশীহারী সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে এদিনে আন্দোলন চলে। সেখানে আরো সিপিআইএম নেতারা উপস্থিত ছিলেন।