সীমান্ত এলাকায় ছিন্নভিন্ন এক কঙ্কাল উদ্ধারকে ঘিরে রহস্য, শোরগোল হিলির মাতাসে

0
611

পিন্টু কুন্ডু,  বালুরঘাট, ১৮ অক্টোবর –  সীমান্ত এলাকার  ধানের জমিতে পড়ে থাকা এক ব্যক্তির ছিন্নভিন্ন কঙ্কাল উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য।  সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মাতাস এলাকার ঘটনা। ধানের জমিতে কঙ্কাল পাওয়া গেলেও ওই ব্যক্তির মুন্ডু পড়েছিল প্রায় দেড়শ মিটার দূরে এক জঙ্গলের মধ্যে। যাকে ঘিরেই রহস্য দানা বেধেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।  ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে কঙ্কাল উদ্ধার করে ফরেনসিক পরিক্ষার জন্য পাঠিয়েছে হিলি থানার পুলিশ। যদিও মৃতের পরিচয় সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি পুলিশ। 
ডেপুটি পুলিশ সুপার ডঃ সোমনাথ ঝাঁ জানিয়েছেন, দেহ উদ্ধারের পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এলাকা থেকে কোন ব্যক্তির নিখোঁজ থাকার খবর পুলিশের কাছে নেই। তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই আসল ঘটনা জানা যাবে। 


 পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মাতাস এলাকায় এদিন সকালে স্থানীয় মহিলারা জঙ্গলে পাতা কুড়ানোর সময় একটা মাথার খুলি দেখে আঁতকে ওঠেন। যাদের চিতকারে আশপাশের লোকজন ছুটে আসতেই তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। এরপরে স্থানীয় লোকজন ছুটে আসতেই ওই মাথার খুলির প্রায়  ১৫০ মিটার দূরে ধানের জমিতে ছিন্নভিন্ন অবস্থায় একটি কঙ্কাল দেখতে পান। যে খবর পৌঁছাতেই তড়িঘড়ি এলাকায় পৌছে ওই কঙ্কাল উদ্ধার করে হিলি থানার পুলিশ। তবে ওই কঙ্কালটি যে মানুষেরই সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত স্থানীয় বাসিন্দারা। কিন্তু কিভাবে ওই কঙ্কাল ওখানে এসে পৌছালো তা নিয়ে রহস্য দানা বেধেছে স্থানীয়দের মধ্যে। যদিও ফরেনসিক রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ। 


স্থানীয় বাসিন্দা বিপিন মাহাতো বলেন, পাতা কুড়োবার সময় ওই ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা কঙ্কাল দেখতে পেয়েছে মহিলারা। পুরুষ না মহিলার সেটি এবং এই নির্জন জায়গায় কিভাবে এল তা পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here