শিলিগুড়ি:-বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।আজ দিল্লি যাবার পথে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে তার উদ্বেগের কথা জানালেন তিনি।এ ব্যাপারে তার মন্তব্য,বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত।ওই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন,যেই দেশেই হোক না কেন তা কখনই মেনে নেওয়া যায় না।এদিকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে বিএসএফের পরিসর বৃদ্ধির পর থেকেই তৃণমূল এই ঘটনায় ক্ষুব্ধ তবে নিশীথ প্রামানিকের বক্তব্য,কেন্দ্র সরকার সীমান্ত সুরক্ষাকে আরও সুনিশ্চিত করার জন্য এবং দেশের অন্তবর্তী সুরক্ষাকে ঢেলে সাজানোর জন্য ওই সিদ্ধান্ত নিয়েছে।সমগ্র বাংলা জুড়ে ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে।আর সেটাকে সুনিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে।শুধু পশ্চিমবঙ্গে নয় অসম,উত্তর-পূর্ব ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য এমনকি রাজস্থান,গুজরাটেও বিএসএফের কার্যকারীতার সীমানা বাড়ানো হয়েছে।এতে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে সেটাই অবাক হওয়ার বিষয় বলে মন্তব্য করেন নিশীথ বাবু!
Home বাংলা উত্তর বাংলা বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।