জয়ঁগা তোর্ষা নদীতে ভেসে গেল এক পরিবারের দুজন শিশুকন‍্যা।

0
307

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:জয়ঁগা তোর্ষা নদীতে ভেসে গেল এক পরিবারের দুজন শিশুকন‍্যা। এই ঘটনায় তীব্র চ‍্যাঞ্চ‍্যল‍্য ছড়ালো ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগাতে । বুধবার জয়ঁগা 1 নং গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারী দুজন শিশুকন‍্যা এক জনের বয়স আট ওপরজনের বয়স দশ এই দুজন তোর্ষা নদীর সামনে শৌচকর্ম করতে যায় ,আচমকা পাড় ভাঙ্গার ফলে দুজন নদীতে ভেসে যায় । প্রত‍্যক্ষদর্শীরা শিশু দুটিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করে, কিন্ত তোর্ষা নদীর প্রবল স্রোত শিশু দুটিকে ভাসিয়ে নিয়ে যায় । ঘটনাস্থলে জয়ঁগা থানার পুলিশ পৌছেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here