টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন।

0
282

শিলিগুড়ি:-

টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন।পাহাড়ে লাগাদার বৃষ্টির ফলে বড় ও ছোট ধস পড়ায় বন্ধ হয়ে রয়েছে ৫৫নম্বর জাতীয় সড়ক।পাহাড়ের বেশ কয়েকটি এলাকায় ধস নেমে বন্ধ রয়েছে যান চলাচল।প্রশাসনের তরফে দ্রুত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।জানা গিয়েছে,কালিঝোড়া,কার্শিয়াং-সুকনা ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় ধস নেমেছে।তবে রোহিনী,পাঙ্খাবাড়ি এলাকা দিয়ে যান চলাচল করছে।ধসের জেরে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here