নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই মালদা জেলা জুড়ে চলছে বৃষ্টি। বুধবার ভোর রাত থেকে অজর বৃষ্টি হয়ে চলেছে। আর যার জেরে মালদা শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে।

0
318

মালদা:-নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই মালদা জেলা জুড়ে চলছে বৃষ্টি। বুধবার ভোর রাত থেকে অজর বৃষ্টি হয়ে চলেছে। আর যার জেরে মালদা শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার বাসিন্দাদের অভিযোগ বারবার নিকাশি ব্যবস্থা নিয়ে পৌরসভাকে বলা হলেও কোনো কাজ হচ্ছেনা। যার ফলে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন ওয়ার্ড। যদিও ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য র যাবি বিভিন্ন জায়গায় জল নিকাশের জন্য কাজ চলছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় ২৯ টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে বি এস রোড, দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় পিয়াজি মোর সুভাষপল্লী এলাকায় এদিন নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে যায়। যার ফলে পুরো এলাকার বাসিন্দাদের বাইরে বেরোতে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ইংরেজবাজার পুরো এলাকায় নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বের হয়ে রয়েছে। উদাসীন প্রশাসন। আর সেই কারণেই একটু বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে ওয়ার্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুরো এলাকার বাসিন্দারা।
যদিও এ বিষয়ে পুরো প্রশাসক মন্ডলীর সদস্য আশিস কুন্ডু জানান, জল নিকাশি ব্যবস্থা ছিল সেই জায়গা গুলি জমি মহিলারা দখল করে নিয়েছে। আর যার ফলে শহরের জল নিকাশের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয়েছে অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here