পাহাড় ও সমতলে লাগাতর বৃষ্টির ফলে কোচবিহার নদীগুলো জল বেড়ে গিয়েছে ।বন্যা মত পরিস্থিতি তেরি হয়েছে ।

0
283

কোচবিহার :- পাহাড় ও সমতলে লাগাতর বৃষ্টির ফলে কোচবিহার নদীগুলো জল বেড়ে গিয়েছে ।বন্যা মত পরিস্থিতি তেরি হয়েছে ।কোচবিহার তোর্সা নদী জল বেড়ে যাওয়া শহরের ফাসির ঘাট, থেকে শুরু করে টাকাগাছ কারিশাল তোরসা নদী বাঁধ সংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে ।যদিও পরিস্থিতি এখন সেভাবে জটিল হয়নি । তবে বান সংলগ্ন বাড়িগুলোতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছে সেই মানুষগুলো। পাশাপাশি বৃষ্টি লাগাতার চলছে যার ফলে নদী সংলগ্ন এলাকার মানুষ গুলো চিন্তা আরো বেশি বাড়ছে । যদি প্রশাসনিক সূত্রে খবর এখনো বিপদসীমার উপর দিয়ে জল যাচ্ছে না । তবে পরিস্থিতি সেরকম তৈরি হলে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here