বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: মাদারিহাটের জলদাপাড়া অভয়ারণ্য প্রবেশের মুখে অস্থায়ী সেঁতুটি ভেঙ্গে যাওয়ায় বিপাকে পর্যটকরা। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে হলং নদীতে। যার জেরে বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে । ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও ডুয়ার্স এলাকায় অনবরত বৃষ্টির ফলে মাদারিহাট ব্লকের হলং নদীতে জল স্তর বৃদ্ধি হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশের মুখে কাঠের সেঁতুটি পূর্বে ভেঙ্গে গিয়েছিল ।পরবর্তীতে পাশে বাঁশের অস্থায়ী সাকো বানিয়ে যাতায়াত চলছিল, কিন্তু প্রবল বৃষ্টিতে বুধবার বাঁশের সেই সাকোটিও ভেঙ্গে যায় । জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে । বনদপ্তরের পক্ষ থেকে বুধবার জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে । এদিন বহু পর্যটক জঙ্গল সাফারি করার জন্য টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যায় ।