শিলিগুড়ি:-প্রবল বৃষ্টির জেরে বসে গেল শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার বালাসন সেতু।বাইক চলাচল করলেও বন্ধ করে দেওয়া হয়েছে ভারি যানবাহন চলাচল।ছোট গাড়ি থেকে শুরু করে বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন মেডিকেল মোড় হয়ে নৌকাঘাটের রাস্তা ধরে যাতায়াত করছে।গত দু’দিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা।পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে।ডুয়ার্সের নদীগুলিতে জলস্তর বেড়েছে।প্লাবিত বহু এলাকা।এর জেরে বিপর্যস্ত জনজীবন।বুধবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।বালাসন ব্রিজ বসে যাওয়ার খবর পেয়ে ব্রিজ পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা,ডিসিপি ট্রাফিক অভিশেক গুপ্তা ও এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা।ব্রিজের উপর দিয়ে বাইক যাওয়ার অনুমতি দিলেও বন্ধ রয়েছে ভারি যানবাহন চলাচল।
Home বাংলা উত্তর বাংলা প্রবল বৃষ্টির জেরে বসে গেল শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার বালাসন সেতু।বাইক চলাচল করলেও...