পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ অক্টোবর––– স্ত্রীর মদ খাওয়ার প্রতিবাদ করায় পুরুষাঙ্গ কাটা গেল স্বামীর। ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার। রক্তাক্ত ওই ব্যক্তিকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে বালুরঘাট জেলা হাসপাতাল এবং পরে সেখান থেকে রেফার করা হয়েছে শিলিগুড়িতে। পুলিশ জানিয়েছে আহত ওই ব্যক্তির নাম লোকনাথ মার্ডি । যদিও ঘটনার এক দিন পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত স্ত্রী রিবিকা হাঁসদা। এদিকে এই ঘটনার লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায় দুই মাস আগে কুমারগঞ্জের মোহনা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী লোকনাথ মার্ডির সাথে প্রেম করে বিয়ে হয় রিবিকার । যদিও রিবিকার এটি তৃতীয় নম্বর বিয়ে ছিল । বিয়ের পর থেকেই প্রচন্ড নেশা করত রিবিকা । গত সোমবার রাতে দশমীর মেলায় যাবার জন্য রিবিকা তাঁর স্বামীর কাছ থেকে ১০০ টাকা চেয়ে নেয় । যা পেতেই ভরপেট মদ খেয়ে বাড়ি ফেরে সে । ঘরে ফিরতেই মদ খাওয়ার ঘটনা নিয়ে শুরু হয় স্বামী -স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি । এরপর রাত বাড়তেই ঘুমিয়ে পড়ে লোকনাথ । তারপরেই একটি ধারালো ব্লেড এনে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নেন স্ত্রী রিবিকা । যন্ত্রনায় চিৎকার শুরু করেন ঘুমন্ত লোকনাথ । ছুটে আসেন প্রতিবেশীরা, রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে । পরে সেখান থেকে রেফার করা হয় শিলিগুড়িতে । বর্তমান সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি । এদিকে ঘটনার পরেই কুমারগঞ্জ থানায় অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তির বাবা লক্ষ্মণ মার্ডি । যারপরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্ত্রী। বৃহস্পতিবার তাকে বালুরঘাট জেলা আদালতে পাঠায় কুমারগঞ্জ থানার পুলিশ।
আক্রন্তের বাবা লক্ষ্মণ মার্ডি, বোন মুনি মার্ডি ও পিসি ছিতা মার্ডিরা জানিয়েছেন, তাদের আর্থিক অবস্থা খারাপ । এই অবস্থায় কি করে চিকিৎসা করবেন তা ভেবে পাচ্ছেন না। মদ খাবার প্রতিবাদ করবার জন্য ব্লেড দিয়ে তাদের ছেলের গোপনাঙ্গ কেটে নিয়েছে মাত্র দুমাস আগে বিয়ে হওয়া স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক ওই অভিযুক্তর।