তপনের ভূতকুড়িতে শর্ট সার্কিটের জেরে আগুনে ভস্মীভূত একটি বাড়ি

0
367

তপনের ভূতকুড়িতে শর্ট সার্কিটের জেরে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।
শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের ভূতকুড়ি এলাকায়।

জানা গিয়েছে, রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের ভূতকুড়ির বাসিন্দা নিপেন মন্ডলের পাঁচ সদস্যের পরিবার। শুক্রবার রাতে হঠাৎ বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন পরিবারের লোকজন।

শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে পরিবারের লোকজনদের প্রাথমিক অনুমান।

এদিকে আগুন দেখে কোনো রকমে পরিবারের সকলেই বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন।

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

কিভাবে আগুন লেগেছে, সেবিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

যদিও ঘটনায় বাড়িতে থাকা ধান, চাল, নগদ টাকা, আসবাবপত্র সহ সমস্ত কিছুই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
সব মিলিয়ে প্রায় ১ থেকে দেড় লক্ষ টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এমতাবস্থায় সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

এমতাবস্থায় প্রশাসনের সহযোগিতার আর্জি জানিয়েছেন তাঁরা।

খবর পেয়ে শনিবার বিজেপির জেডপি-১৪ মণ্ডলের সভাপতি গণেশ সরকার সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা ওই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। কিছু সহোযোগিতা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here