বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:আলিপুরদুয়ার ও কোচবিহার ,দুই জেলার সীমানাবর্তি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কুমারী জানের রেশন ডিলার জিতেন্দ্র নাথ দাসের বাড়িতে শনিবার সকালে দুটি তাজা বোমা দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে গতকাল শুক্রবার রাত সোয়া দশটা নাগাদ জিতেন্দ্র নাথ দাসের বাড়ির পাশেই একটি বোমা ফাটে । যার কারণে রাত থেকেই আতংক ছড়িয়েছিল এলাকায়। শনিবার সকালে সেই আতংক বেড়ে যায় আরো কয়েকগুণ, যখন জিতেন দাসের স্ত্রী সকালে উঠে বাড়ির সিঁড়ির সামনে ও বাড়ির রাস্তায় আরো দুটি বোমা দেখতে পান। আতঙ্কে বাড়ির সবাইকে ঘুম থেকে তুলে বাড়ির বাইরে নিয়ে চলে যান তিনি।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে, এবং একটু পরেই ঘটনাস্থলে পৌঁছান আলিপুরদুয়ারের এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড কে । তারা এসে বোমা দুটি উদ্ধার করে হারিভাঙ্গা নদীর তীরে নিষ্ক্রিয় করে ।সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।