মালদাঃ-উত্তর মালদহের চাঁচলে রাজ্যের আবাসন মন্ত্রি ফিরহাদ হাকিমের পদার্পণ করার ২৪ ঘন্টা আগেই এক তৃনমূল নেতাকে ঘিরে শনিবার বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দারা।তৃনমূল নেতাকে ধাক্কা দিয়ে চরম হেনস্তা করে গ্রাম ছাড়া করালেন গ্রামবাসীরা।পালিয়ে বাঁচলেন তৃণমূল নেতা আফসার আলী।
জানা যায় চাঁচলের কলিগ্রামে নির্মিত হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের নতুন ‘চাঁচল বাস ডিপো।’নব নির্মিত চাঁচল বাস ডিপোর উদ্বোধনে রবিবার কলিগ্রামে আসছেন রাজ্যের পরিবহন ও আবাসন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।আর সে কারণে দলের নির্দেশে সভায় ভিড়ের জন্যে লোক নিয়ে আসার দায়িত্ব ব্লক নেতাদের।এদিন ওই এলাকার তৃণমূল নেতা আফসার আলী গ্রামে বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে।অবস্থাপন্নরা ঘর পেয়েছে। চিরকালই বঞ্চিত থেকে গেছে দিনমজুরেরা।তাই ফিরহাদ হাকিমের সভায় তারা যাবেন না।এলাকার নেতাদের কথামত নেতা ও মন্ত্রীদের মিটিংয়ে অনেকবার গেছে।কিন্তু গিয়ে কি লাভ হয়েছে। নতুন আবাস যোজনা তালিকায় নবগ্রাম সহ ১৪-১৫ টা বুথের কোনো পরিবারের সদস্যের নাম নেই।এমনকি বন্যা ত্রানের টাকাও পায়নি।নেতারা একথা স্বীকার করে নিয়েছেন যে গ্রামবাসীদের অভিযোগ সত্যি। তবুও বারে বারে জন সভায় উপস্থিত করাতে তাঁদের বলতে যেতেই হয় দলের নির্দেশে।