এক বিজেপি কর্মীর মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

0
256

কোচবিহার :-এক বিজেপি কর্মীর মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটা ২ নং ব্লকের বাসন্তীর হাট বাজার সংলগ্ন এলাকায়। আহত ওই বিজেপি কর্মীর নাম প্রিয়তোষ মন্ডল। বর্তমানে ওই বিজেপি কর্মী আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই বিজেপি কর্মীর অভিযোগ, এদিন রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি যাওয়ার পথে বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তাকে আটকে ধরে বেধড়ক ভাবে মারধর করে। এর ফলে ওই বিজেপি কর্মীর হাতে পায়ে এবং মাথায় গুরুতর ভাবে চোট লাগে। ওই বিজেপি কর্মীর আরো অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। যখন তার গলায় দড়ি প্যাঁচানো হয় সেই সময় ওই বিজেপি কর্মীর চিৎকার পারলে স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে এলে তৎক্ষণাৎ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী সেই এলাকা ছেড়ে পালিয়ে যায় এর ফলে প্রাণে বেঁচে যান তিনি বলেন জানিয়েছেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে যান দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডল সহ বিজেপি নেতৃত্বরা। এই ঘটনা প্রসঙ্গে দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডল বলেন, নির্বাচনের আগে গোটা দিনহাটা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এদিন সকালে দলীয় প্রার্থী সমর্থনের বাসন্তীর হাট বাজারে প্রচার চালান প্রিয়তোষ মন্ডল নামে ওই বিজেপি কর্মীর। সেখানে বিধায়কদের উপস্থিতিতে তিনি তাদের সাথে সহযোগিতা করেন প্রচারে এর জেরেই এদিন বিকেলে তাকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী মারধর করেছে। এই ঘটনার পরেই বিজেপির জেলা নেতৃত্ব তারা গোটা বিষয়টি নজরে রেখেছে এবং খোঁজখবর নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

আগামীকাল অর্থাৎ রবিবার এই ঘটনা নিয়ে ফের একবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে পারে বিজেপি এমনটাই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here