তুফানগঞ্জ :ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চিলাখানা রেল ব্রিজের ওপর দিয়ে চিলাখানা পালপাড়া এলাকার বছর ১২ কিশোর সামিনুর হক, মাছ মারার জন্য রেল ব্রিজের ওপর দিয়ে দুই বন্ধুর সঙ্গে যাচ্ছিলো। সেই সময় ১০টা নাগাদ তুফানগঞ্জ থেকে কোচবিহার মুখী একটি পেসেঞ্জার ট্রেন আসেন সেই ট্রেনের শব্দ শুনেছি বাকি দুই বন্ধু সরে যায় কিনতু বছর বারোর কিশোর সামিনুর সরতে পারেনি কারণ কানে কম শুনতো। আর এই কারণেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বলে দাবি স্থানীয় দের। ঘটনার খবর শুনেই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে, তুফানগঞ্জ থানায়ও রেল পুলিশে খবর দেওয়া হলে। রেলপুলিশ ও তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।
Home বাংলা উত্তর বাংলা ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা...