কোচবিহার:- হাতেগোনা বাকি আর কয়েকটা দিন। তার আগে প্রচারে ঝড় শাসক ও বিরোধী উভয় দলের। সোমবার যখন উদয়ন গুহর সমর্থনে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় সমস্ত রকম হুমকি কে উপেক্ষা করে দিনহাটা শহরে বিজেপি প্রার্থী অশোক মন্ডল এর সমর্থনে প্রচারে রূপা গাঙ্গুলী। তিনি বলেন সন্ত্রাস প্রতিনিয়ত চলছে দিনহাটায় এই সন্ত্রাসের মাঝেই মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে এই বিধানসভায় বিজেপি কে কেউ হারাতে পারবে না। স্বভাবতই রুপা গাঙ্গুলীর প্রচারকে সামনে রেখে চোখে পড়ার মত রয়েছে পুলিশি তৎপরতা রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দিনহাটা শহর এই প্রচার উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।